সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অচেতন করে এক পরিবারে স্বর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বল্লবপুর গ্রামে বিআরডিবি কর্মী পুতুল রানীর বাড়িতে দুর্বৃত্তরা এ কান্ড ঘটায়।
শনিবার সকালে প্রতিবেশীরা টের পেয়ে অসুস্থ অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থরা হলেন, বল্লবপুর গ্রামে পুতুল রানী, বিমল ও অর্নব।
ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু জানান, রাত ৯টার দিকে রাতের খাবার শেষে ঘুমে যাওয়ার প্রাক্কালে সবাই অসুস্থ হয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির আলমারী ভেঙে জরুরী প্রয়োজনে ব্যাংক থেকে তোলা নগদ তিন লাখ টাকাসহ দশভরি ওজনের স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। শনিবার সকালে তাদের গোঙানিতে প্রতিবেশীরা দ্রুত এসে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রীতা রানী পাল বলেন, খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ৩জন বর্তমানে আশংকামুক্ত।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/কেএ