খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

সাতক্ষীরায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় এক রোভিং সেমিনার বুধবার (৮ জুন) বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে রোভিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী ও জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
সেমিনারে টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। রোভিং সেমিনারে কৃষক কৃষাণীসহ মোট ৬৫জন অংশগ্রহণ করে।

অপরদিকে বিকালে এনএটিপি-২ প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিআইজি নেতৃবৃন্দদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ।
সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে সদরের বিভিন্ন সিআইজির ১৫০ জন নেতৃবৃন্দ অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

খুলনা গে‌জেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!