খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুই নারীসহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৩৬ জন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের তোসমাতুল্লাহ’র ছেলে মোঃ বাবুর আলী (৭০), সদর উপজেলার কামারবাইশা গ্রামের মোঃ আনসার আলীর স্ত্রী মোছাঃ কহিনুর বেগম (৬৫) ও দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের দিদারুল ইসলামের স্ত্রী মোছাঃ রাশিদা খাতুন (৬০)। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুলনার পাইকগাছা উপজেলার সোনাতলাকাটি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৭০) মারা গেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ও করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা জুলাই মাসের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুলাই বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ৩০ জুলাই সকাল পর্যন্ত মোট ১৬৫ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১০ জন করোনা পজেটিভ ও বাকি ১৫৫ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৫১ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৭ জন।

এদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০ দশমিক ২৫শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৩০ দশমিক ১৫ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে ৩ জন ও করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একজন। জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ১৬২ টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ২৫ শতাংশ।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫৯৪ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ১৭৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৯ জন। ভর্তি রোগীর মধ্যে সামেক হাসপাতালে ১০ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন সহ সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ২৬ জন এবং বেসরকারি হাসপাতালে রয়েছে ৩ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৫০ জন।

করোনা আক্রান্ত ও উপসর্গ মিলে বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৬ জন। সামেক হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন সহ সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২১৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫৫ জন। জেলায় ২৯ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫৩৬ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!