খুলনা, বাংলাদেশ | ১৭ আষাঢ়, ১৪৩১ | ১ জুলাই, ২০২৪

Breaking News

  এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না : র‌্যাব ডিজি
  ডিজেল, কেরোসিনের দাম কমলো এক টাকা। অপরিবর্তিত থাকছে পেট্রোল-অকটেন।

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুই নারীর মৃত্যু, কমেছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ১৯ আগষ্ট (বৃহস্পতিবার) পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১২ জন।

করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ছনকা, মথুরেশপুর গ্রামের মৃত আকছেদুর রহমানের স্ত্রী ফতোমা বেগম (৮৫) ও কলারোয়া উপজেলার বলিয়ানপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে মমতা হেনা (৬০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগষ্ট (বৃহস্পতিবার) তারা মারা যান।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ২০ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১২০ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৭ জন করোনা পজেটিভ ও বাকি ১১৩ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭ জন ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২৬ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।

এদিকে সাতক্ষীরায় ফের কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ২২২ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১০দশমিক ৮১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭১ শতাংশ ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুমেসন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে ২ জন। এ সময় ২২২ টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা সনাক্ত হয়। এর মধ্যে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ১২৮ টি নমুনা পরীক্ষা করে আরো ১১ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ৮১ শতাংশ।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ২০ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৪৫২ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩১ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৮৩৪ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১১ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৮৩৪ জন। জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন। জেলায় ১৯ আগষ্ট পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৭ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৬১২ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!