সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ আরো ৩ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ১৬ আগষ্ট সোমবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০৬ জন।
করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আবদুল জব্বারের ছেলে আনিছুজ্জামান (৫৪), আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত সাবিত গাজীর ছেলে রুহুল আমিন (৬৫) ও সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী সুফিয়া খাতুন( ৬৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৫ আগষ্ট থেকে ১৬ আগষ্টের মধ্যে বিভিন্ন সময় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগষ্ট সোমবার ভোর ৬টা ২০ মিনিট থেকে রাত ১১ টা ১০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।
সামেক হাসপাতাল সূত্র জানায়, ১৭ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১৫০ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৮ জন করোনা পজেটিভ ও বাকি ১৪২ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৪ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।