খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৭.২২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। কোন ভাবেই কমছে না করোনায় আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় তিন নারীসহ আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে ৮ জন ও শহরের একটি বেসরকারি ক্লিনিকে একজন মারা গেছে। এনিয়ে গত মাত্র তিদিনের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনসহ মোট ২৬ জনের মুত্যু হলো।

এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করো আরো ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে জেলার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রনের হার ৩৭ দশমিক ২২ শতাংশ। সংক্রমণের হার আগের দিনের তুলনা প্রায় ১০ শতাংশ বেড়েছে। মঙ্গলবার (২২জুন) পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮১ জনের নমুনা পরিক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪০ শতাংশ।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের মিজানুর রহামনের স্ত্রী আয়শা খাতুন (৫০), একই উপজেলার কয়লা গ্রামের মৃত শরীতউল্লাহর ছেলে হযরত আলী (৬৪) ও বোয়ালিয়া গ্রামের হোসেন আলীর ছেলে আজিজুর রহামন (৬০), কালিগঞ্জ উপজেলা সদরের রবিউল ইসলামের স্ত্রী মনিরা খাতুন(২৭), সাতক্ষীরা পৌরশহরের বাগানবাড়ি এলাকার আবুল হোসেনের স্ত্রী মোমেনা খাতুন (৫৫), আমতলা এলাকার অহদুল কবিরের ছেলে ইকরামুল কবির (৬০), সদর উপজেলার হাজিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোশরাফ হোসেন (৪৫) এবং দেবহাটা উপজেলার কড়া গ্রামের ইনফান উদ্দিনের ছেলে আব্দুল বারী (৬৫)।

উল্লেখিতরা সকলেই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৬ জুন থেকে ২৩ জুনের বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে গত ২৩ জুন চারজন পজেটিভ সহ ৮ জন ও ২২ জুন একজন পেজটিভসহ মোট ৯ জন মারা যায়। এনিয়ে, জেলায় ২৩ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৯৬ জন। যা সীমান্ত জেলা সাতক্ষীরার জন্য খুবই উদ্বেগজনক।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলার ১৮০ টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা পজেটিভ হয়েছে। বাকি ১০২টি নমুনা ছিল যশোর জেলা থেকে পাঠনো।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন সামেক হাসপাতালে ও বাকি একজন শহরের একটি বেসরকারি ক্লিনিকে মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত আটজনই করোনা উপসর্গ নিয়ে অসুস্থতার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!