করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৮ জুলাই পর্যন্ত মোট ৬৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
সাতক্ষীরা মেডিকলে কলেজ (সামেক) হাসপাতাল সূত্র জানায়, করোনার উপসর্গ নিয়ে ভর্তির ৪৫ মিনিট পর সামেক হাসপাতালে প্রতাপ রায় (৫২) নামের এক সাইকেল মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের আইসোলেশনে মারা যান তিনি। মৃত প্রতাপ রায় (৫২) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের গৌর পদ রায়ের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮ টার সময় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বাইসাইকেল মিস্ত্রী প্রতাপ রায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯ টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ২৮ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট ৬৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
নতুন করে করোনা আক্রান্তরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকার তপন কুমার বিশ্বাস(৪৫), একই এলাকার শফিউল মোল্যা (৬০), বাকাল এলাকার অর্নিবান (২২), ইন্দ্রনগর গ্রামের আইয়ুব আলী (৪৮), লাবসা এলাকার হাসান উদ্দিন (৬৪), কাশেমপুর গ্রামের আমিরুল ইসলাম (৪২), কামারবাইসা গ্রামের অব্দুর রশিদ (৪০) ও একই গ্রামের ময়না খাতুন (৩৫), মকুন্দপুর গ্রামের আতাউর রহমান (৬০), শহরের পলাশপোল এলাকার হাবিবুর রহমান (৬৫), মেডিকেল কলেজ হাসপাাতলের সেলিমুর রহমান (৫৭), তালা উপজেলার পাঁচরোখি গ্রামের শামিম রেজা (০০), নগরঘাটা গ্রামের দরবেশ আলী (৩৭), একই গ্রামের রাসেল সরদার(৩০), ইসলামকাটি গ্রামের মদন সাহা (৫০), আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের দিবাকর (৯০), প্রতাপনগর গ্রামের লুৎফার রহমান (৩৮), কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের শাহিনুজ্জামান (৩৫) ও শামছুল আলম (৫৮), দেবহাটা উপজেলা পারুলিয়া গ্রামের শশি বালা (৬২)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় ২৮ জুলাই পর্যন্ত মোট ৬৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম