সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গত ৮ এপ্রিল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৯২ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮৬৩ জন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার শান্তা গ্রামের মৃত অভিলাষ মন্ডলের ছেলে অজিত মন্ডল (৭২) ও সদর উপজেলার পাঁচরোখী গ্রামের মৃত আবুন্দদী গাজীর ছেলে জেদেও গাজী (৭৮)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৬ মার্চ হতে ১ এপ্রিল তারা সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল বেলা দেড়টা ও রাতে তাদের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। এসময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ও র্যাপিড এন্টিজেন কীটে কোন নমুনা পরীক্ষা করা হয়নি। বর্তমানে জেলায় দুইজন করোনা পজেটিভ রোগি রয়েছে যারা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, জেলায় ৮ এপ্রিল পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৯২৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৩৪ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ২জন। যারা দু’জনেই নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন। গত ২৪ ঘন্টায় জেলা করোনা উপসর্গে সামেক হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় এপর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৮৬৩ জন।
তিনি আরো জানান, সাতক্ষীরা জেলায় এপর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ১৬ লক্ষ ৮৮ হাজার ৭১৩ জনকে। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ১৫ লক্ষ ৪৭ হাজার ৬৪০ জনকে এবং তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৪৪৯ জনকে।