খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৪৫৫জন পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলায় আজ রোববার (৩০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৩ হাজার ৪৫৫জন পরিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৬ হাজার ৭৪৯ জন, দাখিল পরীক্ষায় হাজার ৫ হাজার ৫৮৬ জন ও এসএসসি (ভোকেশনাল) ১ হাজার ১২০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। জেলার সাতটি উপজেলার ৪৭টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরা জেলায় ৪৭টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৪৫৫জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২৭টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬,৭৪৯ জন, ১২টি দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫,৫৮৬জন এবং ৮টি এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১,১২০জন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসিতে ৩ হাজার ২৮৫জন, এসএসসি (ভোকেশনাল) ২৯৮জন, দাখিলে ১ হাজার ১৭৯জন। সদরে ৭টি কেন্দ্রে মোট ৪ হাজার ৭৫২জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে।কলারোয়া উপজেলায় ৬টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৪৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ২৪১জন, দাখিলে ৬৩২জন। কলারোয়া উপজেলায় ৬টি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৫০জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তালা উপজেলায় ৯টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৭২৯জন, এসএসসি (ভোকেশনাল) ১৬৭জন, দাখিলে ৭১৩জন। তালা উপজেলায় ৯টি কেন্দ্রে মোট ৩ হাজার ৬০৯জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

আশাশুনি উপজেলায় ৮টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৪৯২জন, এসএসসি (ভোকেশনাল) ৪৬জন, দাখিলে ১হাজার ৩৯জন। আশাশুনি উপজেলায় ৮টি কেন্দ্রে মোট ৩ হাজার ৫৭৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

কালিগঞ্জ উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৬৪৬জন, এসএসসি (ভোকেশনাল) ২২০জন, দাখিলে ৭০৬ জন। কালিগঞ্জ উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ৩ হাজার ৫৭২জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে।

দেবহাটা উপজেলায় ৪টি কেন্দ্রে এসএসসিতে ৯৫১জন, এসএসসি (ভোকেশনাল) ৩৮জন, দাখিলে ২৪৩ জন। দেবহাটা উপজেলায় ৪টি কেন্দ্রে মোট ১হাজার ২৩২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

শ্যামনগর উপজেলায় ৬টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ১৫৮ জন, এসএসসি (ভোকেশনাল) ১১০জন, দাখিলে ১হাজার ৭৪জন। শ্যামনগর উপজেলায় ৬টি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৪২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, এ বছর এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষিধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ২৩মে পর্যন্ত জেলার সকল কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!