সাতক্ষীরার জেলা পরিষদের একটি সাধারণ সদস্য পদে ও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৃথক তিনটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে উপ নির্বাচনে সোমবার (২০ অক্টোবর) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হেেয়ছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাতক্ষীরার জেলা পরিষদের ৯নং ওয়ার্ড (শ্যামনগর সদর, ভুরুলিয়া ইউপি, নূরনগর ইউপি, কৈখালী ও রমজাননগর ইউপি) সাধারণ সদস্য পদে মাকসুদুর রহমান মুকুল ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মল্লিক ফজলুল হক পেয়েছেন ২২ ভোট।
কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী স,ম মোরশেদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ৫৭৭৭ ভোট।
এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আলমগীর হোসেন, সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নিরঞ্জন ঘোষ ছট্রু, ও ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ আহসান উদ্দীন নির্বাচিত হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর জানান, কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিদপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।