খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  ৭ ব্যক্তিকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
  নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৭

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি পেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ধলবাড়িয়া ইউনিয়নবাসী ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। রবিবার সকাল ১০ টায় কালেক্টরেট চত্বরে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার শতাধিক নারী, পুরুষ ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেয়। পরে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, নুরুল ইসলাম, এন্তাজ আলী, বিষ্ণু পদ, শিক্ষক ইয়াছিন আলী, ওকালত হোসেন, বদিউজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দরিদ্র অসহায়দের তালিকা করতে গিয়ে প্রকাশ পায় এই চেয়ারম্যান গাজী শওকাত ও তার লোকজন মৃত ব্যক্তি’র ভাতা আত্মসাত করছে। নিজের মায়ের নাম জাল করে বয়স্ক ভাতার টাকা দীর্ঘদিন আত্মসাত করেছেন। আত্মসাত করছে বিধবাদের ভাতা।

এ ব্যাপারে সংবাদমাধ্যমে খবর প্রচার হলে সাধারণ মানুষ সোচ্চার হয়ে প্রশাসনের কাছে বিচার দাবি করে। এলাকার মুক্তিযোদ্ধাস্তরের মানুষ চায় দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। মানববব্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মরকলিপি দেওয়া হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!