খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ১৭ ইউপির মধ্যে ৬টিতে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়নে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে দু’টি উপজেলায় ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬টিতে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী, একটিতে জাতীয় পার্টির প্রার্থী ও বাকি ১০টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

বেসরকারি ভাবে পাওয়া ফলাফলে কালিগঞ্জের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন, ১নং কৃষ্ণনগর ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের মেয়ে সাফিয়া পারভীন (লাঙ্গল)।

২নং বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপি’র উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (আনারস)। ৩নং চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন (নৌকা)।

৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গোবিন্দ মন্ডল (নৌকা)। ৫নং কুশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ (নৌকা)।

৬নং নলতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান (চশমা)। ৭নং তারালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট (নৌকা)।

৮নং ভাড়াশিমলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম (আনারস)। ৯নং মথুরেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম (রজনীগন্ধা)।

১০নং ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (ঘোড়া)। ১১ নং রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলিম আল রাজি টোকন (নৌকা) এবং ১২নং মৌতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস মোড়ল (ঘোড়া) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া দেবহাটা ৫টি ইউনিয়নে বেসরকারীভাবে বিজয়ী চেয়ারম্যানরা হলেন, ১নং কুলিয়া ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী জেলা আ.লীগের সহ-সভাপতি আছাদুল হক (ঘোড়া), ২নং পারুলিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু (আনারস), ৩নং সখিপুরে আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র সাইফুল ইসলাম (মোটরসাইকেল), ৪নং নওয়াপাড়ার আ.লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী (নৌকা) ও ৫নং দেবহাটা সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বকুল হোসেন (চশমা) বিজয়ী হয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!