খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা
  হাইকোর্টে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ, আজ শপথ

সাতক্ষীরার নিখোঁজ গৃহবধু ২০ মাস পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

নিখোঁজ হওয়ার ২০ মাস পর সাতক্ষীরার গৃহবধু শারমিন সুলতানাকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা। সোমবার তাকে উদ্ধার করে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে নারায়ণগঞ্জ জেলা থেকে সাতক্ষীরায় নিয়ে আসা হয়।

পিবিআই সাতক্ষীরা মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারী) বিকালে এ সংক্রান্ত এক প্রেস বিফ্রিংয়ে জানায়, ২০২০ সালের ২০ জুন সাতক্ষীরা শহরের পলাশপোলের হামিজউদ্দিন হাওলাদার তার মেয়ে শারমিন সুলতানাকে তার শ্বশুরবাড়ির লোকজন অপহরণ করে হত্যা, গুম অথবা পাচার করেছে উল্লেখ করে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্তের দায়িত্ব সদর থানাকে দেওয়া হলেও পরবর্তীতে তা পিবিআইকে দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পিবিআইয়ের এসআই মোর্শেদ আলম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার একটি বাড়ি থেকে সোমবার শারমিন সুলতানাকে উদ্ধার করতে সক্ষম হন।

এসআই মোর্শেদ আলম জানান, শারমিন সুলতানা গুম, হত্যা বা পাচারের শিকার হননি। পারিবারিক বনিবনা না হওয়ার কারণে তিনি নিজেই বাড়ি ছেড়ে চলে গিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। তার সাথে স্বামী বা নিজের বাবা-মায়ের কোন যোগাযোগ ছিল না। জানুয়ারি মাসে প্রথমবারের মতো তিনি তার বাবার সাথে মোবাইলে কথা বলেন। সেই কলের সূত্র ধরেই তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া শারমিন সুলতানা এ বিষয়ে আদালতে জবানবন্দী প্রদান করেছেন। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!