সাতক্ষীরার দেবহাটায় বিরোধপূর্ণ জমিতে ছাই ও ময়লা মাটি ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকাল ৯ টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের বিরোধপূর্ণ একটি জমিতে প্রতিবেশি ইমান আলীর ছেলে বাসারাত হোসেন বাড়ির চুলার ছাই ও ময়লা মাটি ফেলতে গেলে রফিকুল ইসলাম বাধা দেন। এনিয়ে বাসারাত হোসেনের সাথে রফিকুলের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে বাসারাত হোসেন, তার স্ত্রী বাশিনুর নাহার ও প্রতিবেশী শাহজাহান আলী লাটি-সোটা নিয়ে তার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নিহত হন। এঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান রাজু বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে রফিকুলের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।
খুলনা গেজেট/কেএম