খুলনা, বাংলাদেশ | ১২ আষাঢ়, ১৪৩১ | ২৬ জুন, ২০২৪

Breaking News

  নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জাহাজের আগুন নিয়ন্ত্রণে
  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

সাতক্ষীরার গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। রোববার (২৭ জুন) সকাল ১১টায় শ্যামনগরের চাঁদনীমুখা এলাকায় উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

গাবুরায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় আমাদের সব সময় বাঁধভাঙ্গা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধ গুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতর জীবন যাপন করছে। অনেকে উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তারা আর ফিরে আসছে না।

তারা আরো বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে সাতক্ষীরার উপকূলীয় ইউনিয়নগুলো দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচেছ। বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচেছ। আমরা টেকসই বেড়িবাঁধ চাই। মানববন্ধনে দ্রুত টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন উপকূলের মানুষ।

এ মানববন্ধনে এলাকার জনসাধারণের পাশাপাশি বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক তরুণ-তরুণী এতে অংশ নেন। স্থানীয় বাসিন্দা শেখ আবু হাসানের সঞ্চালনায় খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাবুরা এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!