সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী এক সমাবেশ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী এই সাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
মাদক বিরোধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রাণী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল হাকিম, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, মাদকের কুফল সম্পর্কে আমরা সবাই অবহিত। একটি সুন্দর সম্মৃদ্ধ সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। খুলনা বিভাগীয় কমিশনার মহোদয় কালিগঞ্জ উপজেলাকে মাদক মুক্তকরণের উদ্যোগ নিয়েছেন। সুস্থ সাংস্কৃতি ও বিনোদন, খেলাধুলার আয়োজন ও সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে মাদক মুক্তকরণ করতে হবে। এই উপজেলাকে মাদক মুক্ত করতে পারলে সেটি শুধু সাতক্ষীরা জেলা নয়, সারা দেশের জন্য অনুকরণীয় হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এর কালিগঞ্জ উপজেলায় কর্মকাল একবছর পূর্ণ হওয়ায় তিনি তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও করোনা এক্সপার্ট টিমের সদস্য ও ই-কমার্স প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমবিএইচ