সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লী থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার রামনগর গ্রামের জনৈক আব্দুল মান্নান সরদারে ফসলি জমিতে ফেলে রাখা এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কালিগঞ্জ উপজেলার পানঘাট গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী একাদশী মন্ডল সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী রামনগর গ্রামের আব্দুল মান্নান সরদারের ভিটায় ফসলি জমিতে শুকনা পাতা কুড়াতে যান। পাতা কুড়ানো কালে তিনি সেখানে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও ১০ রাউন্ড গুলি দেখতে পেয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য সাইফুর রহমান বাবুকে অবহিত করেন। পরে তিনি বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার এএসআই তরুন কুমার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১২টার দিকে ঘটনাস্থলে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পাইপগান ও দশ রাউন্ড গুলি উদ্ধার করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্স (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/কেএ