খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সাতক্ষীরায় সড়ক সংস্কারের দাবিতে জেলা নাগরিক কমিটির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের পোস্ট অফিসের মোড় থেকে পুরাতন সাতক্ষীরার হাটখোলা পর্যন্ত সরকারি কলেজ সড়ক পূননির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি ও স্থানীয় জনসাধারণ।

বুধবার (৮ মে ) সকাল ৯টা হতে প্রায় বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।

বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান খান, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সাংবাদিক গোলাম সরোরার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচির শেখ মুসফিকুর রহমান মিল্টন, এনজিও কর্মী শেখ মনিরুজ্জামান, সজাগ সাধারণ সম্পাদক অলিউর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আল মাহামুদ পলাশ, দুদকের পিপি এড. আসাদুজ্জামান দিলু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিশ আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপি, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি আবুল কালাম, সাংস্কৃতিক কর্মী ফারুকুজ্জামান ডেভিড প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কটির ধারে সাতক্ষীরা পোস্ট অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সাতক্ষীরা রেজিস্ট্রি অফিস, জেলা সমবায় অফিস, সাতক্ষীরা টেলিফোন অফিস, শহর সমাজ সেবা অফিস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার কার্যালয়, সাতক্ষীরা সরকারি কলেজ, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের মত অসংখ্য সরকারি বেসরকারী অবস্থিত। এসব প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবীসহ হাজার হাজার মানুষ এই সড়কে চলাচল করে। কিন্তু পৌর কর্তপক্ষ দীর্ঘদিন যাবৎ অর্থাভাবের কথা বলে সড়কটি পুর্ননির্মাণ কাজ বন্ধ রখেছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী জাতীয় সংসদে স্থানীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু সড়কটি সংস্কারে সরকারের দৃষ্ঠি আকর্ষণ করে বক্তব্য রেখে বলেছিলেন “সড়কটির অবস্থা এতটাই খারাপ যে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি’ (সন্তান প্রসব) হয়ে যাবে। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরা পৌরসভায় ৯ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। কিন্তু পৌর কর্তপক্ষ এই সড়কটি পুর্ননির্মাণের পরিবর্তে সে টাকা বিভিন্ন ওয়ার্ডে কম গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করে। এনিয়ে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ শুরুর উদ্যোগ না নিলে আগামী ২ জুন সড়কটিতে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এছাড়া মানববন্ধনে বক্তারা সরকার ঘোষিত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষা বর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু, নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, ঘোষিত পাটকেলঘাটা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু, উপকূলীয় বোর্ড গঠনসহ বাজটে সাতক্ষীরার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দসহ নাগরিক কমিটির ২১দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!