খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

সাতক্ষীরায় ফের বেড়েছে সংক্রমণের হার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জনের করোনা সনাক্ত হয়েছে। তবে এসময় জেলায় কেউ মারা যায়নি।

সামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ২ সেপ্টেম্বর বৃস্পতিবার পর্যন্ত মোট ১০১ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৪ জন করোনা পজেটিভ ও বাকি ৯৭ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৭ জন।

এদিকে সাতক্ষীরায় বেড়েছ সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মোট ২০০ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৯ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি । এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের এবং সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ১০৬ টি নমুনা পরীক্ষা করে আরো ৯ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

তিনি আরো বলেন, ১ সেপ্টম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬৭২ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৩১ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৬০১ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১২ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৫৮৯ জন। জেলায় ১সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৬৩৮ জন।

সিভিল সার্জন আরো জানান, গত ১ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৮৩ হাজার ৭৮২ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭৯ হাজার ৭৫৭ জন। এদিকে সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ১৪ হাজার ৫৮০ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২৭ হাজার ৮২৮ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!