সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে দৌড় শুরু হয়ে ৫.৫ কিলোমিটার অতিক্রম করে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিজেই প্রতিযোগিতায় অংশ নেন এবং ম্যারাথনের উদ্বোধন করেন। তার এ অংশগ্রহণ প্রতিযোগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। একসঙ্গে দৌড়াতে পেরে তরুণ প্রতিযোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অনেকেই জেলা প্রশাসকের সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।
ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন।
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী অর্পণ বসু বলেন, এ ধরনের আয়োজন আমাদের তারুণ্যের শক্তিকে জাগিয়ে তোলে এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। বিশেষ করে, জেলা প্রশাসক স্যারের সরাসরি অংশগ্রহণ আমাদের জন্য দারুণ অনুপ্রেরণার। আমরা শুধু প্রতিযোগিতায় অংশ নিতে আসিনি, এসেছি একসঙ্গে দৌড়াতে, শিখতে এবং তারুণ্যের শক্তিকে উদযাপন করতে। আশা করি, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যাতে আমরা শারীরিক ও মানসিকভাবে আরও চাঙা থাকতে পারি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, তারুণ্যের শক্তিই আগামীর সম্ভাবনা। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমি চাই, সাতক্ষীরার তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করুক। এমন আয়োজনে ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসকও আশ্বাস দিয়েছেন, তারুণ্যের বিকাশ ও ক্রীড়ার প্রসারে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ টিএ