খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

সাকিব-লিটনের ব্যাটে লিড পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ঢাকা টেস্টের শেষ দিনে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখনও শ্রীলঙ্কা থেকে ১০৭ রান পিছিয়ে ছিল। দিনের প্রথম ঘণ্টায় মুশফিকুর রহিমকে হারানোর পর এই রান টপকানো নিয়েই শঙ্কা জাগে। অবশেষে সেই শঙ্কা কাটালেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুই অভিজ্ঞ ব্যাটারের জুটিতে ভর করে প্রথম সেশনেই ইনিংস ব্যবধানের হারের শঙ্কা কাটাল বাংলাদেশ।

আজ শুক্রবার শেষ দিনের প্রথম ঘণ্টায় বোল্ড হয়ে বিদায় নিলেন মুশফিক। ৩৯ বলে ২৩ রান করে আউট হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক।

ঢাকা টেস্টের চতুর্থ দিনের পুরোটাই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। প্রথম দুই সেশনে ছিল ব্যাটারদের দাপট, শেষ সেশনে চমক দেখান বোলাররা। বিশেষ করে লঙ্কানদের দুই পেসার কাসুন রাজিথা ও অসিথা ফার্নান্দো। দুজনে মিলে ৩ উইকেট নিয়ে শেষ বিকেলে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে।

শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে স্কোরবোর্ডে ৩৪ রান তোলে বাংলাদেশ। ১০৭ রানে পিছিয়ে থেকে আজ শুক্রবার টেস্টের পঞ্চম দিন শুরু করেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই এই রান টপকে গেছে বাংলাদেশ।

আজ শেষ দিনে যে কোনো কিছুই হতে পারে শেরেবাংলা স্টেডিয়ামে। তবে অন্তত ড্রয়ের স্বাদ পেতে হলে বাংলাদেশকে লম্বা সময় উইকেটে থাকতে হবে। নয়তো হার জুটতে পারে মুমিনুলদের। ১০৭ রান টপকানোর পর এবার যদি শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য বাংলাদেশ দিতে না পারে তাহলে অনায়সেই ফল নিজেদের পক্ষে নিতে পারবে শ্রীলঙ্কা। তাই লিটনদের মূল চ্যালেঞ্জ উইকেটে টিকে থাকা। এখন শেষ দিনে বাংলাদেশ কতক্ষণ উইকেটে টিকে থাকতে পারে সেটাই দেখার অপেক্ষা। খেলা এখনো বাকি দুই সেশন।

গতকাল তৃতীয় সেশনে প্রথম ইনিংসে ৫০৬ রানে থামে শ্রীলঙ্কা। ফলে প্রথম সেশনে ১৪১ রানের লিড পায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ রান করা ম্যাথুজ ৩৪২ বলে খেলেছেন ১৪৫ রানের ইনিংস।
বল হাতে বাংলাদেশের হয়ে উজ্জ্বলতা ছড়িয়েছেন সাকিব ও ইবাদত। ৯৬ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন সাকিব। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৯তম বার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে ১৪৮ রান দিয়ে চার উইকেট নেন ইবাদত।

এর আগে টেস্টের দ্বিতীয় দিন মুশফিকুর রহিমের লড়াইয়ের পর প্রথম ইনিংসে ৩৬৫ রানে থেমেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করা মুশফিক খেলেছেন ১৭৫ রানের ইনিংস। এ ছাড়া লিটন খেলেছেন ১৪১ রানের ইনিংস।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!