খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

সাকিবের অফফর্ম নিয়ে যা বলছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে ব্যাট বলে ভালো পারফর্ম করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুই দিক থেকেই সাকিব নেই তার চেনা ছন্দে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, যুক্তরাষ্ট্রে অ্যাওয়ে সিরিজ কিংবা বিশ্বকাপের প্রথম ম্যাচ, কোথাও নিজের চেনা ফর্ম দেখাতে পারেননি তিনি।

এমনকি সাকিবে অফফর্ম নিয়ে প্রশ্ন গিয়েছে বিসিবির কাছেও। তার অফফর্ম প্রসঙ্গে গতকাল শনিবার গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই সাকিব পারফর্ম করুক। কারণ সাকিব অলরাউন্ডার। সে ব্যাটিং বোলিং আমাদের হয়ে দুইটা কাজ করে থাকে সে। সে যদি আরেকটু ওয়ার্কআউট করে, আরেকটু হার্ডওয়ার্ক করে আমার মনে হয় অবশ্যই সে ফর্মে ফিরবে। ফর্মটা টেম্পোরারি। অবশ্যই সে অবদান রাখবে আগামী ম্যাচগুলোতে।’

শ্রীলঙ্কার সঙ্গে জয় নিয়ে জালাল বলেন, ‘একটা টুর্নামেন্টের শুরুতে যদি প্রথম ম্যাচটা কোনো দল জিতে তাহলে আত্মবিশ্বাস অন্য মাত্রায় চলে যায়। এখন বিশ্বকাপে আমাদের এটা খুব দরকার ছিল। আমরা ২ পয়েন্ট দিয়ে শুরু করেছি। আশা করছি যে এখানে যা ম্যাচ আছে পরে আছে ওয়েস্ট ইন্ডিজে সেখানে আশা করছি আমাদের দল অবশ্যই ভালো করবে।’

জয়ের পর উদযাপন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘উদযাপন (হবে) দেখি আমরা ভালো করি আরও। আমাদের লক্ষ্য আসলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া।’

দলের ওপর মানসিক চাপ ছিল উল্লেখ করে জালাল বলেন, ‘(দলের উপর) চাপ ছিল কারণ আমরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছি। প্লেয়ারদের উপর মানসিক চাপ ছিল। তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমরা দেখেছি ২ দিন আগে থেকে যখন অনুশীলন করেছিল, টিম মিটিং করেছিল তাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি ছিল। তারা সবসময় নিজেদের চাঙা রাখতে চেষ্টা করে। এটা দরকার ছিল কারণ কেউ যদি ভেঙে পড়ত তাহলে হয়ত মাঠে গিয়ে প্রভাব পড়ত।

ক্রিকেট বোর্ডের এই পরিচালকের মন্তব্য, ‘তারা যখন মাঠে নামে তারাও কিন্তু চাপ নিয়েই মাঠে নামে। যখন নাকি টার্গেটটা ছোট, তখন আরও বেশি চাপ থাকে। ছোট টার্গেটে অনেক সময় বলে পঁচা শামুকে পা কাটে।’

খুলনা গেজেট/এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!