খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে নড়াইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

মানবিক সমাজ নির্মানে চাই সংস্কৃতির জাগরন এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল জেলা শাখার আয়োজনে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা মোঃ শামীমূল ইসলাম টুলু, ডাঃ মায়া রানী বিশ্বাস, প্রশান্ত সরকার, সালাউদ্দিন শীতল প্রমুখ।

এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা, বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রতি আহবান জানান।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!