আগামী ২৭ জুন (রবিবার) দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ১৭তম শাহাদত বার্ষির্কী।
এ উপলক্ষে দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবী পরিবার এবং মরহুমের পরিবারের পক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহরে দৈনিক জন্মভূমি ভবনে শহীদ হুমায়ূন কবীর বালুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন। ২৭ জুন সকাল সাড়ে ৯টায় নগরীর বসুপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও বাদ আছর আলহেরা জামে মসজিদে দোয়া মাহফিল। এছাড়া এ উপলক্ষে ২৫ জুন শুক্রবার বাদ জুম্মা নগরীর ইকবালনগর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন দুপুরে দৈনিক জন্মভূমি ভবনের প্রধান ফটকের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক হুমায়ূন কবীর বালু গুরুতর আহত হন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
খুলনা গেজেট/ এস আই