খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
  খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত
  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস

সাংবাদিক লিয়াকত আলীর ৮ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

গেজেট ডেস্ক

২৮ নভেম্বর,মঙ্গলবার কিংবদন্তী সাংবাদিক দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক  লিয়াকত আলীর ৮ম মৃত্যুবার্ষিকী । ২০১৫ সালের ২৮ নভেম্বর রাতে জ্বরে আক্রান্ত অবস্থায় আকস্মিকভাবে তিনি ঢাকাস্থ হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন। সাংবাদিকতায় বিশেষ করে সম্পাদক হিসেবে তিনি দেশে-বিদেশে গণমাধ্যম জগত ছাড়াও নানাভাবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সাংবাদিকতা ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি পেশাগত উৎকর্ষে নিজে কঠোর পরিশ্রম করেন। তাঁর পরিশ্রমের ফসল দৈনিক পূর্বাঞ্চল পত্রিকাটিকে তিনি আঞ্চলিক পত্রিকার জনপ্রিয়তার শীর্ষ নিয়ে যেতে সক্ষম হন। দৈনিক পূর্বাঞ্চল পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে অপরিসীম পরিশ্রমে সংবাদপত্র প্রকাশনা জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিগণিত হন। তিনি পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিকদের ছাপিয়ে অনেকের কাছে পেশায় ছিলেন শিক্ষকতুল্য ।

বৃহত্তর খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনমানুষের সমস্যা তুলে ধরে তিনি সমাধানের দিকনির্দেশনা দিয়েছেন পত্রিকার মাধ্যমে। খুলনার উন্নয়নের ক্ষেত্রে তিনি অন্যতম একজন রূপকার। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ,ওয়াসা স্থাপনের দাবি, রূপসা সেতু, আধুনিক রেল স্টেশন, বিভাগীয় স্টেডিয়াম, বিমানবন্দর নির্মাণের দাবিসহ খুলনার উন্নয়নের প্রধানতম ইস্যুগুলো তুলে ধরে ক্ষমতাসীন দলের স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করানোর ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে খুলনার অন্যতম সমস্যা সমাধান,উন্নয়ন সম্বলিত দাবি নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে একটেবিলে বসানোর ব্যাপাওে অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করেন। তাঁর সদাহাস্য সম্মোহনী মুখায়ব, প্রাজ্ঞসর ভাবনা এবং বহুমুখী অভিজ্ঞতার কারণে জাতীয় পর্যায়ে তিনি অনেক ক্ষেত্রে সুপরিচিত ছিলেন। সম্পাদক পরিষদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, সমবায় আন্দোলন ও সমাবয় ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান ও নির্বাচিত হন। এছাড়াও নানা ক্ষেত্র ও গ-িতে তিনি সম্যক জ্ঞানের অধিকারী থাকায় প্রতিনিধিত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হন। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার সুযোগে তিনি বিশ্বজনীন জ্ঞান ও অগ্রসর চিন্তার ক্ষেত্রে অসাধারণ বুৎপত্তি লাভ করেন। একজন সুবক্তা হিসেবেও তিনি সুবিদিত ছিলেন। খুলনার উন্নয়নে আজও তাঁর শুন্যতার জায়গাটি অপুরণীয়।

২৮ নভেম্বর তাঁর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইকবাল নগর জামে মসজিদে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া গতকাল প্রেসক্লাবে ফটো সাংবাদিকদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ দিনটিতে আমরা আলহাজ লিয়াকত আলীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং খুলনার উন্নয়নে তাঁর শূন্যতা অনভব করি। অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনা করি। তাঁর দেশপ্রেম, খুলনার প্রতি মমত্ববোধ, তাঁর কর্মপ্রেরণা ও অসংখ্য স্মৃতির মাঝে তিনি সবার মাঝে বেঁচে থাকবেন। – খবর বিজ্ঞপ্তির ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!