খুলনা গেজেটের সাব এডিটর নিপা মোনালিসার মেঝো চাচী আবেদা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ডুমুরিয়া উপজেলার থুকড়ায় নিজ বাসভবনে মারা যান। তিনি প্যারালাইজডসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে সাংবাদিক নিপা মোনালিসার চাচীর মৃত্যুতে শোক, মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা গেজেটের সম্পাদক ও প্রকাশক মোঃ মাহমুদ আহসান এবং নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমানসহ কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা।