খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এসএম কামাল হোসেনের মা আয়েশা খাতুন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে বার্ধক্য জনিত কারণে নগরীর বানরগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার (২৪ জানুয়ারি) জোহরের নামাজের পর বানরগাতী খানজাহান আলী মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে নগরীর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক এস এম কামালের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
অপরদিকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
খুলনা গেজেট/এনএম