মা। হোক সে মানুষ জাতি কিংবা পশুর, মাতো মা-ই । মা পৃথিবীর বুকে এমন একটি ডাক নাম যার ভালোবাসার কাছে পুরো পৃথিবী যেন অসহায়। সন্তানের প্রতি মায়েদের ভালোবাসার কোন মাপকাঠি হয় না। মায়ের কাছে তার সন্তান একদিকে আর পুরো দুনিয়া থাকে অন্যদিকে। সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে দুনিয়ায় আসার পর কতোই না কস্ট করেন একজন মা। আর সেই নাড়ী ছেরা ধন যদি মায়ের বুক খালি করে চলে যায় একমাত্র সেই মা জানে, এই বেদনা কতটা কস্টের।
তাইতো গানে বলা হয়েছে
মায়ের কান্দন যাবজ্জীবন, ভাই বোনের কান্দন কয়েক দিনের গো, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, জনম দুঃখিনি আমার কপাল পোড়া মা।
নিজের বুকের ধন মানিককে হারিয়ে তেমনই পাগল প্রায় সুন্দরবনের করমজলের একটি মা বানর। গতো ৪/৫ দিন আগে মারা যায় তার বাচ্চাটি সেই থেকে নাওয়া খাওয়া ভুলে দল ছুট হয়ে মরা বচ্চাকে বুকে জিড়িয়ে নিয়ে পাগলের মতো করছে মা বানরটি। এক মিনিটের জন্যও মরা বাচ্চাটিকে মাটিতে রাখছে না, সন্তানের প্রতি মা বানরের এমন ভালোবাসা দেখে করমজলে ঘুরতে আসা অনেক পর্যটকরাই হতবম্ব হয়ে গেছেন।
করমজলে ঘুরতে আসা পর্যটক আলামিন বলেন আমি এমন হৃদয় বিদারক দৃশ্য আগে কখনই দেখিনি, বানরটি তার মৃত বাচ্চাটিকে বুকে নিয়ে যে ভাবে পাগলের মতো করছে তাতে মনুষ্য জাতির ভালোবাসা তার কাছে হারমেনেছে। আমি এমন দৃশ্য সইতে না পেরে সেখান থেকে চলে আসি।
করমজল বন্যপ্রানি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর বলেন, আমি এখানে অনেক রকম পশু পাখি দেখলেও বানরের দলটিকে দেখেছি সম্পূর্ণ আলাদা। তারা এমন একটি প্রানি যা জঙ্গলের অন্য সব প্রানির চাইতে ব্যতিক্রম। তাদের ভিতরে রয়েছে একতা। তারা দল ধরে চলা ফেরা করে।
তাদের ভিতরে রয়েছে শালিশ ব্যবস্থা, দলের ভিতরে কেউ অন্যায় করলে তাদের টিম লিডার তার বিচার করে। অপরাধী বানর বিচারের সময় সবার কাছ থেকে আলাদা হয়ে দুরে বসে থাকে,বিচারে সে অপরাধি হলে তাকে দল থেকে বের করে দেয়া হয়। তার সাথে কেউ মেলামেশা করে না, তার বিচারের মেয়াদ শেষ না হওয়া পযন্ত সে দলে ভিরতে পারেনা। এবং তাদের ভিতর রয়েছে প্রচুর মাতৃত্ববোধ।
তিনি আরও বলেন, বানরের মাতৃত্বের ভালোবাসার কাছে মানুষও হার মানবে। কোন বানরের সন্তান মারা গেলে তার সেই মৃত সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দেয়। এক মূহর্তের জন্য মৃত সন্তানকে বুক থেকে নামায় না। পঁচে দুর্গন্ধ ছড়িয়ে যায়, মাংস হাড় ক্ষয়ে পড়ে যায়, তারপরও সন্তানের চামরা বুকে নিয়ে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ায়, যদি প্রচুর ক্ষুদা লাগে তাহলে সেই অর্ধ গলিত মাংস চামড়া পাশে রেখে খুবই সতর্ক অবস্থায় সামান্য কিছু মুখে নিয়ে আবারও সেই মৃত সন্তানের লাশ বুকে নিয়ে ছুটে চলে। আসলে সন্তানের প্রতি মা বানরের এমন করুন দৃশ্য দেখার মতো নয়। সন্তানের প্রতি যে মায়েদের ভালোবাসা কতটা গভীর তা এই বানরের হৃদয় বিদারক দৃশ্য কেউ না দেখলে বুজবেনা। তারা যদি কথা বলতে পারতো তাহলে হয়তো পুরা জঙ্গল তাদের কান্নার আর্তনাধে ভারী হয়ে উঠতো।
খুলনা গেজেট/ বিএমএস