সর্বহারা পার্টির পরিচয় দিয়ে পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগের নিকট ২০লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
ডায়েরী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার পরে সাংবাদিক আলাউদ্দীন এর ব্যবহত মোবাইলে ০১৭৪৫-৭৮১০৭৬ নং মোবাইল থেকে ফোন করে সাবেক মেজর ও সর্বহারা পার্টির প্রধান পরিচয় দিয়ে ২০লাখ টাকা চাঁদা দাবি করে। বিপুল পরিমান এ টাকা দিতে অপরগতা প্রকাশ করায় শষেে তারা ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অপরগতা প্রকাশ করায় সাংবাদিক আলাউদ্দীন ও তার স্ত্রী সন্তানদের ক্ষতি করার হুমকি দেয়। যে কোন সময় সাংবাদিক ও তার পরিবারের সদ্যদের ক্ষতি করতে পারে এমন আশংকায় আলাউদ্দীন সোহাগ বাদি হয়ে থানায় সাধার ডায়েরী করেছেন। যার নং- ৬৩১, তাং- ১৪-১০-২০২০।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধিকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন পাইকাগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/কেএম