খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

সরকারের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই। এমনকি রাজনৈতিক দলগুলোরও কোনো অবস্থান নেই। শুধুমাত্র বিদেশি মেহমানদের নিয়ে এসে দেখানো হচ্ছে, বলানো হচ্ছে দেশে কথিত উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে। তিনি বলেন, সুবর্ণজয়ন্তীতে বিদেশি মেহমানরা আসছেন, এই কারণ দেখিয়ে আমাদের কর্মসূচিগুলো বন্ধ করে দিয়েছে সরকার। মানুষের চলাচলে সম্পূর্ণ বাঁধা সৃষ্টি করা হয়েছে। বিএনপির রাজপথের কর্মসূচি দেখে সাধারণ জনগন আশায় বুক বেঁধেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। দেশের সাধারণ মানুষের মুখে সরকার বিরোধী গর্জন শোনা যাচ্ছে।

বুধবার (২৪) মার্চ বাদ মাগরিব সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে থানা দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ সফল করার লক্ষ্যে থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, বিএনপিকে সরকার খুব ভয় করে কারণ তারা জানেন বিএনপি মাঠে নেমে গেলে তাদের খুব বিপদ হতে পারে। সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। সভায় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, রেহেনা ঈসা, মেহেদী হাসান দিপু, সাজ্জাদ আহসান পরাগ, শরিফুর ইসলাম বাবু, হাফিজুর রহমান মনি, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, বাচ্চু মীর, আব্দুল আলিম, শওকত হোসেন, হাসনা হেনা, মনিরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, ইকবাল হোসেন, লিটু পাটোয়ারী, তরিকুল আলম তুষার, মোসলেম উদ্দিন বাবর, গোলাম নবী ডাবলু, শামীম আশরাফ, ডা. ফারুক হোসেন, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম সাগর, শাকিল আহমেদ, মাওলানা আব্দুল গফ্ফার, আলমগীর হোসেন, শামীম রেজা, কওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, এমরান হোসেন, আমিনুর রহমান মিঠু, আনিসুর রহমান, আল মামুন, আবীর হোসেন, এড. কামরুন্নাহার হেনা, বিপুল কিমিয়া শাহাদাৎ, গাজী মোসলেম উদ্দিন, বাইজিদ প্রমুখ।

অপরদিকে বাদ মাগরিব খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে থানা দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ আব্বাস, এনামুল হাসান ডায়মন্ড, এমদাদ হোসেন, সোহাগ মোল্যা, আতাউর রহমান, জামাল হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!