খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল
  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

সরকারের পতন এখন সময়ের ব্যাপার : শিমুল বিশ্বাস

 নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও প্রখ্যাত শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সব সময় আপোষহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হয়নি। আগামীর বাংলাদেশ বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শোষিত শ্রমজীবী মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ।

শুক্রবার ( ১৪ এপ্রিল) খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগরীর ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সবসময় আপোষহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়
এবং তা রক্ষায় এই দলটি প্রতিশ্রুতি পালনে কখেনোই পিছপা হয়নি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকারে থাকতে এদেশের শ্রমজীবী মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছে। কিন্তু বর্তমান স্বৈরাচার সরকার শ্রমজীবি মানুষের আহার কেড়ে নিয়েছে। বাংলাদেশের ৬ কোটি শ্রমজীবি মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলে সরকার পালানোর পথ খুজে পাবে না।

মহানগর শ্রমিক দলের আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সহ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সহ সম্পাদক মো. ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।- খবর বিজ্ঞপ্তি 

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!