খুলনার দৌলতপুর সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মাদ আলীর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আহত শিক্ষক বাদি হয়ে দৌলতপুর থানায় এ মামলা করেন। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আহত শিক্ষক মোহাম্মাদ আলী জানান, “কলেজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তিনি এ মামলা দায়ের করেন। দুর্বৃত্তদের তিনি চেনেন বা জানেন না। এ জন্য তিনি ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা করে থানায় মামলা দায়ের করেন, যার নং ৬।”
এদিকে মামালার তদন্ত কর্মকর্তা এসআই কামারুজ্জামান খুলনা গেজেটকে জানান, সবেমাত্র মামলাটি হাতে নিয়েছি। ঘটনার পর থেকে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা খুব দ্রুতই গ্রেফতার হবে।
এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার কেন্দ্রিয় ও আঞ্চলিক শিক্ষক পরিষদ এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।
খুলনা গেজেট/ এমএইচবি