যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের ১৯৮৬ ব্যাচের পারিবারিক মিলনমেলা শুক্রবার শহরের বকচর চৌধুরী ফিস হ্যাচারিতে অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলের এসএসসি ৮৬ সালের ব্যাচের সকল বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানে বন্ধুরা তাদের স্কুল জীবনের নানা স্মৃতি নিয়ে আলোচনা করেন।
মিলনমেলা অনুষ্ঠান প্রধান ছিলেন গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন। উপস্থিত ছিলেন সম্মিলনী-৮৬ ব্যাচের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান চুন্নু, মীর্জা মতিন হায়দার মিঠু, কাস্টমস কর্মকর্তা আনিসুর রহামান আনিস, আশরাফুল আলম সেলিম, সাংবাদিক রিমন খান, অ্যাড. স্বপন কুমার ভদ্র, মনিরুল ইসলাম, আরিফ হোসেন, অলোক অধিকারী, মফিজ উদ্দীন, জামাল হোসেন টুটুল, আতিকুর রহমান ডাবলু, আব্দুল কাদের তাহের, রফিকুল ইসলাম, মারুফ মোস্তফা মিন্টু, তাপস সাহা, সন্দ্বিপ কুমার রুদ্র মিল্টন, শাহজাহান কবীর, আকতারুজ্জামান ফারুকী, নূর ইসলাম, আকিদুল ইসলাম, নূরুল ইসলাম স্বপন, বিদ্যুৎ মজুমদার প্রমুখ।
থুলনা গেজেট/এ হোসেন