সকলেই তো চায় সুন্দর সুষম বাসযোগ্য
পৃথিবীর স্বপ্নের আস্বাদ। পুণ্যময় জীবন।
ইসলামে নিহিত স্বচ্ছ পয়গাম, যা সুমহান
একটি নিয়ামত। সকল পুরস্কার একাগ্র আরাধনায়
জীবনের ছায়াতলে অপেক্ষা করে –
অনেক সম্ভাবনার ঐশ্বর্য, জ্ঞানের
আলোক মালা। যার মধ্যে ধর্মীয় চেতনা।
ক্রমাগত জীবন তরঙ্গে ডুবে যায় সূর্য,
ডুবে চাঁদও নক্ষত্র মালা, এক বিস্ময় ভাবনা।
আকাশের সীমানা প্রান্তে কি আছে?
রহস্যময় ! সকলি অসীম কুদরত
স্রষ্টার সৃষ্টি অপূর্ব মহান, মহিমার
অন্ধকার দু:স্বপ্নে ঘেরা পৃথিবীর
মাঝে একমাত্র যত আশা-
আকাঙ্ক্ষা সবই বাস্তবের সফলতা
আল্লাহরই ইচ্ছায়। সকল
ক্ষমতার উৎস মহান তিনিই
প্রজ্ঞাময়, দয়াময় প্রভু। সফলতার
মালিক তিনি জ্ঞানবান।
খুলনা গেজেট/এনএম