খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

সন্ধ্যার পর সারাদেশে পুড়লো ৫টি বাস

গেজেট ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় ঘটনাস্থল থেকে আগুন দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে উপস্থিত জনতা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাত ৯টা ১৭ মিনিটের দিকে খবর পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

বুধবার রাত ৮টা ৮মিনিটের দিকে বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন নিভে যাওয়ায় তাদেরকে কিছু করতে হয়নি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতিবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আবু তালহা বিন জসিম। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
গাজীপুরের শ্রীপুরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় শ্রমিকবাহী একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বগুড়ায় মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহলের মধ্যেই মালবাহী একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার দীঘলকান্দি নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

আগুনে ট্রাকটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!