খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে বিএমএ’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

অদ্য ২৪ অক্টোবর ২০২১ খ্রিঃ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন,খুলনা জেলা শাখার পক্ষ থেকে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলিম্বদের বাড়ীঘরে হামলা ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটতরাজ এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় বিএমএ’র নির্ধারিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে খুলনা বিএমএ এর প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,সহ-সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশীদ, স্বাচিপ খুলনা জেলা শাখার সভাপতি ডা. শামসুল আহসান মাছুম, নড়াইল বিএমএ’র সভাপতি ডা. আব্দুল কাদির, খুলনা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, খুলনা বিএমএ’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ডা. ইউনুসউজ্জামন খান তারিম, ডা. এস এম তুষার আলম, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. মোহাম্মদ হাসান, ডা. সুদীপ পাল, খুলনা মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. উৎপল কুমার চন্দ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদ এর যুগ্ম আহবায়ক ডা. শরিফুল ইসলাম জয়, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. আবু রায়হান নিবিড় প্রমুখ।

বক্তারা অবিলম্বে এ ন্যাক্কারজনক সাম্প্রদায়িক হামলা দ্রুত বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, এই সব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান। সেই সাথে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হতে পারে সেই পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহব্বান জানানো হয়।

এছাড়া ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী, মন্দির পুনঃনির্মান, নিহত ব্যক্তিদের পরিবারের দায়িত্বভার গ্রহনসহ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমান নিরুপন করে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়।

বক্তারা জনগন, সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। সূত্র : প্রেস রিলিজ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!