খুলনা, বাংলাদেশ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুন, অস্থায়ী মার্কেট পুড়ে ছাই

শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলা নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িকগোষ্ঠী ও লুটেরা কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলা-লুটপাট, মন্দির ভাংচুর ও নারী নির্যাতনসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে খুলনা মহানগরের পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐুর সঞ্চালনায় বক্তারা বলেন, এই জঘণ্য হামলাকারী ও ইন্ধনদাতাদের দ্রæত গ্র্রেফতার ও কঠিন শাস্তির আওতায় আনতে হবে। ’৭১-এর পরাজিত পাকিস্তানী দোসররাই বার বার স্বাধীনতার পরেও এদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে অপতৎপরতা লিপ্ত থেকে নিরীহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে ও চালাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় প্রতি ঘটনার কোনো বিচারিক তৎপরতা এ পর্যন্ত দৃশ্যমান হয়নি। যার প্রেক্ষিতে ঐসব অপশক্তি দিন দিন আরও মাথা চাড়া দিয়ে উঠছে। আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে বক্তাগণ সকল অপশক্তির বিরুদ্ধে কঠিনভাবে রুখে দাঁড়ানো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, অরবিন্দ সাহা, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ ও জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, পূজা পরিষদ খুলনা মহানগর সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. নিমাই চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সহ-সভাপতি সমর কুন্ডু, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ, সহ-সভাপতি রতন মিত্র, যুগ্ম সম্পাদক বিমান সাহা প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!