খুলনা, বাংলাদেশ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২ জুন, ২০২৪

Breaking News

  ঠাকুরগাঁওয়ে ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ২০ গ্রাম, তিনজনের মৃত্যু
  এইচএসসি পরীক্ষা ৩০ জুনই শুরু হবে : ঢাকা শিক্ষা বোর্ড

সদর হাসপাতালে রোগীদের দুর্ভোগ ও  অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক

খুলনা জেনারেল (সদর) হাসপাতালে রোগীদের সীমাহীন দুর্ভোগ এবং আরএমও ডাঃ এসএম মুরাদ হোসেনসহ দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে হাসপাতাল পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর স্বতস্ফূর্ত উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সমাজসেবক মোঃ শওকাত হোসেনের সভাপতিত্বে পল্লব সানার পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আবু আহাদ, ইসমাইল খন্দকার, সাঈদুর রহমান, হৃদয় শেখ, লিটন রায়, হারুন শেখ, জাহাঙ্গীর হোসেন, মোঃ জুয়েল হোসেন, নয়ন মোল্লা, সোহেল হাওলাদার, রুহুল আমিন, বুলবুল আহমেদ, জুলেখা, বেগম, খালেদা খানম, ইসমত আরা, শিউলী রানী, বকু মোল্লা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও খুলনা-২ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘদিন সদর হাসপাতালের সেবাপ্রত্যাশী হতদরিদ্র্য রোগীরা কতিপয় চিকিৎসকের কাছে জিম্মি। কাঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। তবে অনিয়ম-দুর্নীতিতে  কতিপয় চিকিৎসক অনিয়ম-দুর্নীতিতে সিদ্ধহস্ত; যা সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!