খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

সদর ভূমি অফিসে সাথে সনাকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

ভূমি খাতের সেবাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার আয়োজনে সদর খুলনা ভূমি অফিসের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন সনাক ভূমি বিষয়ক উপ কমিটির আহবায়ক এ্যাড. অশোক কুমার সাহা।

তিনি ‘পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন; টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্প এর উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। বিশেষ করে প্যাক্টঅ্যাপ এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও ভূমি অফিসের সাথে কিভাবে সমন্বয় করে কাজ হবে তা বিশদভাবে উপস্থাপন করেন।

তিনি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্যদের ভূমি কর্তৃপক্ষের সাথে পরিচয় করিয়ে দেন।

সভাপতির বক্তব্যে সনাক-খুলনার এই ভূমি অফিস নিয়ে এই উদ্যোগকে ইতিবাচক হিসাবে উল্লেখ করে বলেন, ‘ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। অথচ এখন ভূমি অফিসের সেবা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। প্রযুক্তির সাহায্য সেবা প্রার্থীরা নামজারি করা থেকে শুরু করে ভূমি সংক্রান্ত বেশিরভাগ সমস্যা সমাধান করতে পারেন। এই সম্পর্কে মানুষের সচেতনা বাড়াতে হবে। আমি আশা করি সনাকের এই কার্যক্রম এই ক্ষেত্রে অনেক ইতিবাচক ভূমিকা পালন করবে’।

তিনি সনাকের এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) জয়দেব চক্রবর্তী, সহকারী কমিশনার (ভুমি) খুলনা সদর আরিফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সহ-সমন্বয়ক এ্যাড. রুবাইয়া মাহরু’সহ সনাক, ইয়েস ও এসিজি সদস্য এবং ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!