ইসলামী যুব আন্দোলন খুলনা সদর থানার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলানায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর থানার সভাপতি মোঃ ফেরদাউস গাজী সুমন ও পরিচালনা করেন হাবিবুল্লাহ গাজী।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের নগর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদর থানার সেক্রেটারী মুফতি আমিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য এইচ এম খালিদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম মৃধা, ইঞ্জিনিয়ার হায়দার আলী, মুফতী মেহেদী হাসান, মোঃ আরিফুল ইসলাম, আব্দুল্লাহ মাহমুদ, আকবর আলী জমাদ্দার, হাবিবুল্লাহ মেসবাহ, উসামা আবরার প্রমুখ।