সড়ক দুর্ঘটনায় খুলনার বটিয়াঘাটায় এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ মঙ্গলবার ( ৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বটিয়াঘাটা বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে আক্তারের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত বৃদ্ধের নাম জরিপ সরদার (৮০)। রাস্তা পার হওয়ার সময় একটি মটরসাইকেলে চাপা দেয় তাকে। স্থানীয়রা দ্রুত আহত জরিপ সরদারকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে প্রতিমধ্যে ছাচিবুনিয়া নামক স্থানে পৌঁছানো মাত্রই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বটিয়াঘাটা থানা পুৃলিশের এসআই মোঃ নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেট/ টি আই