ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নিহার সরকার (৫০) অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন। অথচ পুবাশা সমিতিতে তার ৯ লাখ টাকা জমা রয়েছে। শনিবার (২০ এপ্রিল) তিনি নিজ বাসভবনে মারা গেছেন। ওইদিন বিকেলে থুকড়া বিজলী ঘাটা মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর নিহার সরকার (৫০) নিজের জমি বিক্রি করে ৯ লাখ টাকা রামকৃষ্ণপুরে গড়ে ওঠা পূবাশা সমিতির নিজস্ব সঞ্চয়পত্র কেনেন। তাদের সাথে চুক্তি ছিল প্রতিমাসে লাখে দেড় হাজার টাকা লভ্যাংশ প্রদান করবে। কিন্তু প্রথম মাসে লাভের টাকা দিলেও গত চার বছর যাবত কোন লাভের টাকা দেয়নি। এদিকে লাভের টাকা না দেয়ায় তিনি আসল টাকা ফেরত চান। কিন্তু পুবাশা সমিতি তাকে টাকা ফেরত দেয়নি। এমনকি লাভের টাকাও দেয়নি। এরই মধ্যে নিহার সরকার অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন ধার দেনা করে নিহার সরকারের চিকিৎসা করাতে থাকেন। পরবর্তীতে আর টাকার জোগাড় না হওয়ায় অবশেষে রোগে ভুগে বিনা চিকিৎসায় মারা যায় নিহার সরকার।
স্থানীয় লোকজন ও ভুক্তভোগীদের সাথে আলাপকালে জানা যায় পুবাশা সমিতি গ্রাহকের প্রায় তিন কোটি টাকা আত্মসাত করেছে। অর্থ আত্মসাতের ঘটনায় ১টি মামলায় সমিতির সভাপতি স্কুল শিক্ষক প্রণব রায় কারাগারে রয়েছেন।
এবিষয়ে ডুমুরিয়া উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান জানান,পুবাশা সমিতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। তাদেরকে এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে।
খুলনা গেজেটে/কেডি