খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

সংস্কারের নামে কালক্ষেপণ না করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন: মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষের জন-জীবন ব্যহত হচ্ছে। আর এইসময়ে বর্তমান সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে সরকারী কর্মকর্তাদের মহার্ঘ্য ভাতা বাড়িয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছেন। জনগণের চাওয়া পাওয়া যদি আপনারা বুঝতে না পারেন, দেশের মানুষের দুঃখ কষ্ট বুঝতে না পারেন, তাহলে রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপন করবেন না। দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার অর্পণ করুন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হল রুমে গণফোরাম সাতক্ষীরা সদর উপজেলা শাখা ও সদর উপজেলা মহিলা গণফোরামের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক ডা. মোহম্মদ মিজানুর রহমান এসব কথা বলেন।

সম্মেলন উদ্ভোধন করেন, গণ ফোরাম কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলী নূর খান বাবুল।

সাতক্ষীরা সদর উপজেলা গণফোরামের আহবায়ক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্তে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেনের সঞ্চলনায় বক্তব্যে রাখেন, গণফেরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মোনায়েম হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক ডা. মোঃ মুনছুর রহমান, সহ সভাপতি, ডা. মিজানুর রহমান, সহ সভাপতি আছাদুজ্জামান লাল্টু, সহ সভাপতি ও মহিলা গণফোরামের সভাপতি ফেরদৌসী খান ময়না, সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক রবিউল ইসলাম সদর উপজেলা মহিলা গণফোরামের সভাপতি পারভিন আক্তার, সাধারন সম্পাদক এলিজা পারভিন, সাংগঠনিক সম্পাদক তানজিলা বেগম, প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর পরই সারা দেশে চাঁদাবাজী, সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলার ব্যপক অবনতি হয়েছে। স্বৈর শাসকের ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙ্গতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২ এর সংবিধান ধ্বংস করার জন্য ৭১ এর পরাজিত শত্রুরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দেশ চলবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় ৭২ এর সংবিধানের আলোকে। ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিষ্ট সরকার জনগনের বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে সাংবিধানে যা যা অর্ন্তভুক্তি করেছে সেগুলো সংস্কার করুন।

আলিনুর খান বাবুল বলেন, গণফোরামের কর্মসূচী গণফোরামের আদর্শ সাতক্ষীরা জেলার তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হলে গ্রামে গ্রামে গণফোরামের কমিটি গঠন করতে হবে। আগামী নির্বাচনে গণফোরাম সাতক্ষীরার ৪টি আসনেই নির্বাচন করবে। ড. কামাল হোসেনের র্নিদেশে মোস্তফা মোহাসীন মন্টু ও মিজানুর রহমানের নেতৃত্বে গণফোরাম দেশ ব্যাপী সদস্য সংগ্রহ চলছে তা বাস্তবায়নের জন্য জেলার সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

সম্মেলন শেষে ডাক্তার জাহাঙ্গীর আলমকে সভাপতি, রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিসিষ্টি সদর উপজেলা গণফোরাম ও পারভিন আক্তারকে সভাপতি, এলিজা পারভিনকে সাধারণ সম্পাদক, তানজিলা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ তদস্য বিসিষ্ট সদর উপজেলা মহিলা গণফোরাম কমিটি ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!