খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদ ও কয়রা নদীর চরে গুচ্ছগ্রাম প্রকল্প-২ এর আওতায় বিভিন্ন দুর্যোগে ভিটেমাটি হারা মানুষের পুনর্বাসনের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরে ৪৫০ পরিবারের জন্য গড়ে তোলা হয় তিনটি গুচ্ছগ্রাম। তিন বছর আগে এই গুচ্ছগ্রামগুলিতে ঘর পেয়ে মাথা গোজার ঠাঁই হলেও এখন অধিকাংশ ঘর ফাঁকা পড়ে আছে।
বিষয়টি নিয়ে গত ৬ মার্চ কোটি টাকা ব্যায়ে স্থাপিত কয়রার শ্যাওড়াপাড়া গুচ্ছ গ্রাম ছাড়ছে অধিবাসীরা ও ১২ সেপ্টেম্বর জোয়ারের পানিতে ভাসছে হতদরিদ্রের স্বপ্ন এই শিরোনামে খুলনা গেজেটে দুটি সংবাদ প্রকাশিত হয়। বিভিন্ন সময়ে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের।
সোমবার (২৩ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন গুচ্ছগ্রাম পরিদর্শনে আসেন। এসময় সাথে ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুল রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি এম সাইফুল্লাহ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম ।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন গুচ্ছগ্রামে বসবাসকারীদের সকল সমস্যা সমাধানের পাশাপাশি যারা ঘর ফেলে চলে গেছেন তারকেও পুনরায় ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে ঘরগুলো সংষ্কারের আশ্বাস দেন।
খুলনা গেজেট/ এসজেড