খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচনে আনোয়ার সভাপতি ও শহীদুল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে মোঃ আনোয়ার হোসেন সরদার সভাপতি ও মোঃ শহীদুল ইসলাম তালুকদার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেষ্ঠ্য সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু এসব তথ্য জানিয়েছেন। ইউনিয়নের ২৩৩জন ভোটারের মধ্যে ২৩০জন ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি আরও জানিয়েছেন, মোঃ আনোয়ার হোসেন সরদার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সৈয়দ আলম গুড্ডু পেয়েছেন ১০৮ ভোট। আর মোঃ শহীদুল ইসলাম তালুকদার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খায়রুল আলম তালুকদার পেয়েছেন ৯৮ ভোট। এছাড়াও সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন গাজী (১৩০) ও মোঃ শাহীন মোল্লা (১১২), সহ-সাধারণ সম্পাদক মোঃ মিন্টু গাজী (১১২) ও মোঃ বেলাল হোসেন (১১০), সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ফরাজী (১২৮), কোষাধ্যক্ষ মোঃ মারুফ হোসেন (১২১), দপ্তর সম্পাদক মোঃ মহিদুল ইসলাম (১২২), প্রচার সম্পাদক মোঃ ইমরান শিকদার (১২৪) ও নির্বাহী সদস্য মোঃ চাঁন মিয়া (১৩২)।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!