খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ড্রাম ট্রাকের চাপায় নগরীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ৯ দিনের সফরে খুলনায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ৯ দিনের সফরে খুলনায় আসছেন।

সফরসূচী অনুযায়ী তিনি আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিব বাদ নগরীর দৌলতপুর পাবলা কবির বটতলা ময়দানে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও শহিদ শেখ রাসেল স্মৃতি চত্বর আয়োজিত প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) স্মৃতি নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় গোয়ালখালী নেছারিয়া কামিল মাদ্রাসা ও নেছারিয়া এতিমখানার যৌথ সভায় এবং মাগরিব বাদ নিজ বাসভবনে খুলনা জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভায় সভাপতি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২০ ফেব্রুয়ারি এশা বাদ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং ওইদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ২২ ফেব্রুয়ারি বিকাল চারটায় খুলনা সার্কিট হাউসে শশী ভূষণ মাধ্যমিক, শশীভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শশীভূষণ বিদ্যানিকেতনের বিষয়ে আলোচনা সভায় যোগদান করবেন। ২৩ ফেব্রুয়ারি আসর বাদ মহেশ্বরপাশা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আওয়ামী লীগ নেতা মরহুম শেখ আলী হায়দারের দোয়া মাহফিলে যোগদান করবেন।

তিনি ২৪ ফেব্রুয়ারি বিকাল তিনটায় দৌলতপুর সরকারি বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ২৫ ফেব্রুয়ারি এশা বাদ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!