খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

শ্রদ্ধা ও ভালোবাসায় যশোরে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় যশোরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে শহরের গরীব শাহ রোডের বঙ্গবন্ধুর ম্যুরালে ছিল শোকাতুর মানুষের ঢল। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া দিনটি উপলক্ষে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় আয়োজন করা হয় দরিদ্র ভোজের। এসব অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

এদিন সকালে প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নেতৃত্বে জেলা প্রশাসন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ প্রশাসন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশের নেতৃত্বে পৌরসভা, উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনের পক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার, যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদের পক্ষে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান।

এছাড়া, পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, ইজিবাইক শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ, জেলা কৃষকলীগ, যুব শ্রমিক লীগ, জেলা যুব মহিলা লীগ, সংবাদপত্র পরিষদ, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সিভিল সার্জনের কার্যালয়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএমএ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, যশোর ডাক বিভাগ, শিক্ষাবোর্ড, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পল্লী উন্নয়ন বোর্ড, রেলওয়ে প্রকৌশল বিভাগ, সদর উপজেলা কৃষি অফিস, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সামাজিক বনাঞ্চল ও বন বিভাগ, গণপূর্ত সার্কেল ও বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, বিসিক, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, ওজোপাডিকো, সরকারি গণগ্রন্থাগার, জেলা পরিসংখ্যান অফিস, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিটিসিএল, কেন্দ্রীয় কারাগার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অফিস, শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা ক্রীড়া সংস্থা, আইডিইবি, প্রসিকিউশন ইউনিট, যশোর ইনস্টিটিউট, বাঁচতে শেখা, জয়তী সোসাইটি, আইইবি যশোর কেন্দ্র, এফপিএবি, এডাব, এনজিও ফাউন্ডেশন, আরডিআরএস, যশোর মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, উপশহর কলেজ, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর কলেজ, শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজ, আঞ্জুমানারা একাডেমি, কালেক্টরেট স্কুল, আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ, পিটিআই, মুসলিম একাডেমি, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, সম্মিলনী ইনস্টিটিউশন, টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ, নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, সেক্রেড হার্ট স্কুল, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়, গার্লস গাইড এসোসিয়েশন, আব্দুল গফুর একাডেমি, এসএম সুলতান ফাইন আর্ট কলেজ, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ খুলনা বিভাগীয় কমিটি, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, রূপালী ব্যাংক, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম যশোর জেলা শাখা, বন্ধুমহল সমিতি, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সনাতন ধর্ম সংঘসহ সামাজিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

এদিকে, দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে দরিদ্র ভোজের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করোনা সংকটে সরকারি নির্দেশনা মেনে সংক্ষিপ্ত আলোচনা সভার পাশাপাশি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে শহরের গাড়িখানা সড়কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী রায়হান, ত্রাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, সদস্য সাইফুল ইসলাম তুহিন, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান বাবলু, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যুবলীগ সভাপতি সৈয়দ মনির হোসেন টগর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে যশোর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা কনক, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল কবির বিপুল ফরাজী, যুব ও ক্রীড়া সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এমএ বাশার, সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!