সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামে পানিতে ডুবে ৪ বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে ৷ মৃত ওই শিশুর নাম রাজিয়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের খুটিকাটা গ্রামে রাসেদের স্ত্রী রেশমা পাশ্ববর্তী প্রতিবেশীর সবজি ক্ষেতে কাজ করছিল। এসময় ৪ বছরের শিশু মেয়ে রাজিয়া খাতুন পাশে খেলছিলো। খেলা করার এক পর্যায়ে মায়ের অজান্তে সে হঠাৎ করে পাশ্ববর্তী পুকুরের পড়ে যায়।
শিশুর মা রেশমা কাজের ব্যস্ততায় বেখেয়ালি হয়ে পড়লে ১০ থেকে ১৫ মিনিট পরে হঠাৎ তার মেয়ের খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুর থেকে রাজিয়াকে তুলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷
কাশিমাড়ি ইউনিয়নের খুটিকাটা গ্রামের ইউপি সদস্য আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।