খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের মাধ্যমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারিদের মাঝে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন বুড়িগোয়ালিনতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধার সামগ্রী বিতরণ করেছেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, সিপিপির ইউনিয়ন টিম লিডার মোঃ ফজলুল করিম, সিসিডিবি এর প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস, এফএস এন্ড সিবিও আবুল হাশেম মিয়া, মাঠ সংগঠক স্বরসতী সরকার, চন্দন দাস এবং ইসহাক বাড়ই প্রমূখ।

প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ এবং ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে লাইফ জ্যাকেট, ভেস্ট, বাঁশি, হেলমেট করাত প্রভৃতি উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়।

সভাপতি হাজী নজরুল ইসলাম বলেন, সরকারের এসওডি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে তাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি সিসিডিবি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!