খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

শ্যামনগরে দু’দিনের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে করোনা আক্রান্ত হয়ে দুই দিনের ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই আবুল কালামের (৩৬) মৃত্যু হয়। এর আগে সোমবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আবুল কালামের দুই বছরের ছোট ভাই শোয়েব হাসান (৩৪)।

তারা দুই ভাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালি গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে। করোনা আক্রান্ত হওয়ার কারনে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

মৃতের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১২ দিন ধরে কিছু না খেয়ে অভুক্ত থাকায় শারীরিকভাবে প্রতিবন্ধী দুই ভাই আবুল কালাম ও শোয়েব হাসান অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তাদের অবস্থার অবনতি হলে সোমবার দুপুরের দিকে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথিমধ্যে ছোট ভাই শোয়েব হাসানের মৃত্যু হয়েছে জানিয়ে তার বড় ভাই আবুল কালামকে ভর্তি করার পরামর্শ দেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃব্যরত চিকিৎসক। ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মারা যায় বড় ভাই আবুল কালাম।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার শাকির হোসেন জানান, সন্দেহবশত আবুল কালামের নমুনা নিয়ে পরীক্ষার পর তার করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। একইভাবে আগের দিন মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা শোয়েব হাসানের সংগৃহীত নমুনা পরীক্ষার পর তারও করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ডাঃ শাকির হোসেন আরো জানান, রোগীর স্বজনরা করোনা উপসর্গ থাকার বিষয়টি নিশ্চিত না করায় তাদেরকে অন্যদের মতো সাধারণ চিকিৎসা দেয়া হয়েছিল। পরীক্ষার ফলাফলে তাদের দু’জনের করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এতে করোনা আতংকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও তাদের ব্যবহৃত বেডসহ অপরাপর অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!